বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে টুঙ্গিপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় শিশু সমাবেশ ও তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশে ভাষণ ও বই মেলার উদ্বোধন করেন। এ ছাড়াও দেশব্যাপী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি-বেসরকারি টেলিভিশন, বাংলাদেশ বেতার, প্রিন্ট ও অনলাইন পত্রিকা এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার ও প্রকাশ করছে।
শুক্রবার (১৭ মার্চ) সড়ক পথে সকাল ১০ টা ৫ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে ১০টা ৩৮ মিনিটের সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথকভাবে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১০৩ তম জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা ফাতিহা পাঠ ও বিশেষ দোয়া-মুনাজাতে অংশ নেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ঢাকায় ফিরে যান। রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া ত্যাগ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।
সকাল ১১টা ২০ মিনিটের সময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু সমাবেশে যোগ দেন। বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান থেকেই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর অসচ্ছল ১০০ মেধাবী শিশু শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। পরে প্রধানমন্ত্রী জাতীয় শিশু সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন।
পরবর্তীতে দর্শক সারিতে বসে গোপালগঞ্জ জেলার শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী শিশু শিল্পীদের সঙ্গে ফটোসেশানে অংশ নেন। দুপুরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। রাষ্ট্রীয় এসকল কর্মসূচি শেষে বিকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার পিতা শেখ লুৎফর রহমান ও মাতা সাহেরা খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। দিনটি ১৯৯৭ সাল হতে সারাদেশে জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha