ঝালকাঠির নলছিটিতে নানান আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমান’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
এ উপলক্ষে একটি বণার্ঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে শেষ হয়। এরপর আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো.সিদ্দিকুর রহমান, এছাড়া আরও বক্তব্য রাখেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ণখোন্দকার মুজিবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর,বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, ভাইস চেয়ারম্যান (সাবেক) দুলাল শরিফ,নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গার্লস স্কুল এন্ড কলেজ'র প্রধান শিক্ষক, অধ্যক্ষ সিনিয়র মাদ্রাসা ,পৌর আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন,যুব উন্নয়ন অফিসার মাহমুদ আলম জোমাদ্দার,শ্রমিক লীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের লাইজুর রহমান রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদার প্রমুখ।
|
এছাড়া আরও উপস্থিত ছিলেন, নলছিটি থানা অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান, উপজেলা প: প: কর্মকর্তা ডা. শিউলি পারভীন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,আওয়ামী লীগ ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ,পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভা শেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক মো. আমির হোসেন।সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha