কুষ্টিয়ার খোকসায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এর বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকেলে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
তিনি বলেন আমি জনগণের সেবা ও কল্যাণের জন্য কাজ করতে চায়। সরকারের উন্নয়নমূলক কাজের বাস্তবায়নের জন্য আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাই। তিনি বলেন শিক্ষার উন্নয়ন ও মাদক নির্মূলে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।
তিনি আরো বলেন আপনাদের সহযোগিতা পেলে অচিরেই খোকসা মাদক মুক্ত ঘোষণা করতে পারব।সভায় বক্তব্য রাখেন খোকসা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক তারিকুল ইসলাম, খোকসা সরকারি কলেজের অধ্যাপক আনিসুজ্জামান স্বপন, খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, মুক্তিযোদ্ধাদের সাবেক ডিপুটি কামান্ডার মঞ্জিল আলী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম কলেজ চত্বরে এলে প্রথমে খোকসা উপজেলা নির্বাহী নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন ও ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা পৌরসভা মেয়র তাতিকুল ইসলাম, খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।