রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার গত বুধবার ২৪ ফেব্রæয়ারী সকালে দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার সকাল ১১টার দিকে পাংশা পৌরসভায় পৌঁছুলে মেয়র ওয়াজেদ আলী মাস্টার ও নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন পৌরসভার কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ।
এ উপলক্ষে নবনির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টারের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার ৮নং ওয়ার্ডের ৫মবারের মত নির্বাচিত কাউন্সিলর ওদুদ সরদার, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মাজবাড়ী জাহানারা বেগম কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, পাংশা পৌরসভার ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর খোন্দকার মাহবুব হোসেন রিপন, সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী মন্ডল ও তপন কুমার রায় প্রমূখ বক্তব্য রাখেন।
নবনির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার পাংশা পৌরসভাকে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক পৌরসভা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৩০ জানুয়ারী অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত পাংশা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ওয়াজেদ আলী মাস্টার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। ২২ ফেব্রæয়ারী ঢাকায় শপথগ্রহণের পর বুধবার আনন্দঘন পরিবেশে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এবারে তৃতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করলেন ওয়াজেদ আলী মাস্টার। এরআগে ওয়াজেদ আলী মাস্টার মেয়র নির্বাচিত হয়ে ০৭/০৪/১৯৯৯ থেকে ১৫/০৬/২০০৪ এবং ১৫/০২/২০১১ থেকে ১৫/০২/২০১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha