রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির জাফরপুর হাফিজিয়া মাদরাসায় গত বুধবার ২৪ ফেব্রæয়ারী দুপুরে নতুন ছাত্রদের পবিত্র কোরআনের ছবক প্রদান উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাফরপুর হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. নুরুল আমীন, সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, মাজবাড়ী আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল ইসলাম, পাংশা সরকারী কলেজ বিএনসিসি প্লাটুনের পিইউও আবু ছাঈদ মো. নুরুল হুদা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাদরাসা পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অধ্যাপক মো. আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী ফজলে আলী ফারুক, আব্দুস সামাদ লাল্টু, হাজী মো. আলাউদ্দিন বিশ্বাস, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মো. মসলেম উদ্দিন, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার চৌধুরী মো. গোলাম মোস্তফা, কালুখালী উপজেলা দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা মো. আসাদুজ্জামান ঠান্ডুসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন। নতুন ছাত্রদের ছবক প্রদান কর্মসূচী পরিচালনা করেন মাওলানা মো. নুরুল আমীন। অনুষ্ঠান উপস্থাপনা করেন জাফরপুর হাফিজিয়া মাদরাসার মোহতামিম হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ।
উল্লেখ্য ২০১২ সাল থেকে জাফরপুর হাফিজিয়া মাদরাসা পরিচালিত হচ্ছে। মাদরাসায় শতাধিক ছাত্র রয়েছে। এবারে প্রায় ৪০জন শিশুর পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha