মাগুরায় সেমিকোলন কর্তৃক এক পেট আহার অতঃপর হাসি (বিনামূল্যে খাদ্য প্রদান কর্মসূচি), কর্মসূচির বর্ষপূর্তি উপলক্ষে অসহায়, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়। রবিবার ১২ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় (বিজয় চত্বর) মাঠ প্রাঙ্গণে এক পেট আহার অতঃপর হাসি এর আয়োজনে অনুষ্ঠান হয়। এক বছর বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাগুরা ও আজীবন উপদেষ্টা এক পেট আহার অতঃপর হাসি ডিসি মোহাম্মদ আবু নাসের বেগ।
ডিসি আবু নাসের বেগ এর সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হালিমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রবাসী কল্যাণ শাখা) নাহিদ ফাতেমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) নাবিলা ইয়াসমিন, এক পেট আহার অতঃপর হাসি নির্বাহী পরিচালক সোহেল সবুজ, পরিচালক রিপন মাহমুদ, পরিচালক প্রশাসন ফসিয়ার রহমান, আজীবন সদস্য বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর রওনক হোসেন, পরিচালক (মিডিয়া) দিলীপ বিশ্বাস, সহকারী পরিচালক (খাদ্য) বিপ্লব সরকার, সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুলতান শেখ, উপপরিচালক আকিদুল ইসলাম, পরিচালক (অডিট) আওলীয়া হোসেন, পরিচালক (খাদ্য) ইমরুল ইসলাম, সহকারী পরিচালক (খাদ্য) অরুপ কুমার বিশ্বাস, সম্মানিত সদস্য সোনিয়া সুলতানা, মারিয়া সুলতানা, সুলতানা নাসরিন, মোক্তার হোসেন, শেখ জলি আরা, পলি সাহা সহ এক পেট আহার অতঃপর হাসি এর সদস্য ও বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দগণ।
প্রধান অতিথি ডিসি আবু নাসের বেগ নিজ হাতে অসহায়, দুঃস্থদের ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করেন এবং খাবার পেয়ে তারা বেজায় হাসি খুশি ছিলো। আলোচনাসভায় প্রধান অতিথি ডিসি আবু নাসের বেগ বক্তব্যে বলেন এই সংগঠনের সাথে সারাজীবন থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো কাজের সাথে থাকার জন্য।তিনি বলেন এখানে যারা কাজ করে সকলে ভালো মনের মানুষ কিছু পাওয়ার আশায় কাজ করে না।
অসহায় ও দুঃস্থদের কে একবেলা এক পেট খাবার দিয়ে হাসি টুকু প্রাপ্তি এটার জন্যই কাজ করে যাচ্ছে। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করেন।
আলোচনা শেষে জেলা প্রশাসক সকল অসহায় ও দুস্থদের মাঝে খাবার তুলেদেন এবং সকলের শারীরিক খোঁজ খবর নেন এবং সকলের শারীরিক সুস্বাস্থ্যে কামনা করে শেষ করেন। খাদ্য প্রদান কর্মসূচী পরিচালনা করেন সোনিয়া সুলতানা, শেখ জলি আরা, প্রধান শিক্ষিকা শামছুন নাহার লাকী, অতিরিক্ত জেলা প্রশাসক হালিমা খাতুন, সহকারী কমিশনার নাহিদ ফাতেমা, সহকারী কমিশনার নাবিলা ইয়াসমিন। এক পেট আহার অতঃপর হাসি এর অস্থায়ী কার্যালয়ের অবস্থান হলো সেবক ফাউন্ডেশন নতুন বাজার, মাগুরা। প্রায় ৩০০ জন অসহায়, প্রতিবন্ধী ও দুঃস্থদের খাবার বিতরণ ও পরিবেশন করা হয়।