আজকের তারিখ : মে ১২, ২০২৫, ১১:৩৪ এ.এম || প্রকাশকাল : মার্চ ১২, ২০২৩, ৯:৩৩ পি.এম
খোকসায় উপকারীদের সাথে মতবিনিময় করলেন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল

কুষ্টিয়ার খোকসায় পল্লী সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্রে উপকারীদের সাথে মতবিনিময় করলেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল। রবিবার বিকেলে খোকসা পাইকপাড়া মির্জাপুর উত্তরপাড়ায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেট-১) ড. আবু সালেহ মোস্তফা কামালম।হাপরিচালক ডক্টর আবু সালেহ মোস্তফা কামাল বলেন বর্তমান সরকার অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে।এ সকল অসহায় দরিদ্র মানুষের কল্যাণের জন্য বহুমুখী ভাতা চালু করেছেন।
তিনি উপস্থিত সবাইকে জানান যে আগামীতে বাংলাদেশ ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করা হবে এবং পর্যায়ক্রমে সবাইকে ভাতার আওতায় আনা হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক আব্দুর রহমান, কুষ্টিয়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের, সহকারী পরিচালক মোঃ মুরাদ হোসেন,কুমারখালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, খোকসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান প্রমুখ।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত পল্লী সমাজসেবা ও পল্লী মাতৃকেন্দ্রের উপকারভোগী ও বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত উপকার ভোগী এবং ভাতা ভোগীগণ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি গরিব অসহায়দের মাঝে সমাজসেবা দপ্তরের সাহায্যের টাকা তুলে দেন এছাড়া তিনি বিনা সুদে কয়েকজনকে ঋণের টাকা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha