কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সামস তাবরেজ লিখন ও আব্দুর রউফ নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেটে এবং সকাল ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুষ্টিয়া পৌরসভার দেশওয়ালী পাড়া এলাকার বশির আহাম্মেদের ছেলে লিখন ও কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে আব্দুর রউফ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায়। স্থানীয়দের বরাত দিয়ে ওসি দেবব্রত রায় জানান, ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কুমারখালীর দিকে যাচ্ছিলেন লিখন। পথে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান লিখন।
এদিকে, রউফ মোটরসাইকেল নিয়ে সকাল ৯টার দিকে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা এক যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তিনি আরো বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস এবং নসিমনটিকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।