ফরিদপুরের আলফাডাঙ্গায় আমের মুকুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা এ অঞ্চলের জনপদ।এবার আবহাওয়া অনুকূলে থাকায় আমের গাছ ছেয়ে গেছে মুকুলে। সামনে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবং গাছ সুষ্ঠুভাবে পরিচর্যা করতে পারলে এবার আমের বাম্পার ফলন হবে বলে ফরিদপুরের আলফাডাঙ্গার বাগানের চাষিরা আশা করছেন।
আমের মুকুলে সয়লাব আলফাডাঙ্গার জনপদ। চারদিকে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। এ বছর অনুকূল আবহাওয়া থাকায় গৃহস্থবাড়ির আঙিনাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস ও আবাসিক ভবনের আশপাশে আম গাছের পাতা মুকুলে ঢেকে গেছে। এবার গাছে গাছে অনেক বেশি মুকুল হয়েছে বলে সবাই বেশ খুশি। এমন দৃশ্য দেখে অনেকে ভাবতে শুরু করেছে এবার এ অঞ্চলে আমের ফলন ভালো হবে এবং স্বল্প আয়ের মানুষও আমের স্বাদ সহজেই নিতে পারবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাণিজ্যিকভাবে আম চাষ করা হয় না। এ অঞ্চলের গৃহস্থবাড়ির লোকজন বেশিরভাগ ক্ষেত্রেই বসতবাড়ির আঙিনায় কিংবা বাড়ির ফাঁকা জায়গায় আম গাছ রোপণ করে থাকেন। এ ছাড়া সরকারি ও বেসরকারি অফিস ও আবাসিক বাসভবনগুলোর আঙিনায় আম গাছ রোপণ করা হয়।
এ বছর প্রচুর মুকুল ধরেছে প্রতিটি গাছে। পুরো জনপদ মুকুলে সয়লাব দেখে মাতোয়ারা গৃহস্থবাড়ির লোকজন।
আলফাডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার সুদীপ বিশ্বাস জানান, আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এ বছর আলফাডাঙ্গাতেপ্রচুর আম উৎপাদন হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha