রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আবৃত্তি, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারী, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার সময় পাংশা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ ও প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কর্মসূচি পালিত হয়।
পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খান বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানাৎ আল মতিন ও সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha