আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৪:০২ পি.এম || প্রকাশকাল : মার্চ ৯, ২০২৩, ১০:১৩ এ.এম
নলছিটি থেকে বাস ডাকাতির সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে র্যাব-৮
ঝালকাঠিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৮) এর অভিযানে ১০ বছর সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামি ফিরোজাল ওরফে জুয়েল (৫০)কে আটক করা হয়েছে। বুধবার(০৮ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে র্যাব-৮ বরিশাল।
বুধবার র্যাব- ৮ বরিশালের মেজর জাহাঙ্গীর হোসেনের নেতৃত্ব জেলার নলছিটি উপজেলার বৈশাখিয়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার মরহুম নুর মোহাম্মদ মুন্নু মিয়ার ছেলে।
জুয়েল ২০০৭ সালের মার্চ মাসে ফরিদপুরে একটি বাস ডাকাতির সাথে জরিত ছিলেন। এ ঘটনায় ফরিদপুরের জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়। মামলায় জুয়েল কে ১০ বছর কারাদণ্ড ও ৩৫ হাজার টাকা জরিমানা অন্যথায় আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করে আদালত ।
এরপরই থেকেই সে ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্নগোপনে ছিল। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মু. আতাউর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha