ফরিদপুরের বোয়ালমারীতে ইটভাটার মাটিতে নষ্ট হওয়া সড়ক পরিস্কার করলেন বোয়ালমারীতে ইটভাটা মালিক সমিতি কর্তৃপক্ষ। উপজেলার সৈয়দপুরে অবস্থিত আর.এম.এস ব্রিকস কর্তৃপক্ষ মঙ্গলবার (৭মার্চ) সকাল ১০ টা থেকে এ সড়ক পরিস্কার কার্যক্রম শুরু করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সৈয়দপুরে অবস্থিত আর.এম.এস ব্রিকস কর্তৃপক্ষের ৫/৭জন শ্রমিক সকাল থেকে সড়ক পরিস্কারে ব্যস্ত সময় পার করছেন। ইটভাটায় মাটি আনা-নেয়ার সময় মাটি পড়ে নষ্ট হওয়া সড়কে পানি, শাবল, ঝাড়ু, খুন্তা শাবল দিয়ে পরিস্কার করা হচ্ছে। এছাড়া পাশ্ববর্তী সোতাশী এলাকার এম.এস.আর ব্রিকস ও সৈয়দপুরের গোল্ডেন ব্রিকসে একই কায়দায় চলছে সড়কে পড়ে থাকা মাটি অপসারণের কাজ।
সড়ক পরিচ্ছন্ন কাজে নিয়োজিত শ্রমিক মো. ইমামুল বিশ্বাস বলেন, ইটভাটায় মাটি বহনের সময় সড়কের ওপর উচ্ছিষ্ট মাটি পড়লে সাথে সাথে খুন্তা, শাবল দিয়ে মাটি উঠিয়ে পানি ঢেলে সড়ক পরিস্কার করা হয়। প্রতিদিন সড়ক পরিস্কার করতে ৩/৪ জন শ্রমিক নিয়োজিত থাকে। তারা শুধু সড়কে পড়ে থাকা মাটি অপসারণ ও সড়ক পরিস্কারের কাজ করে থাকে।
এম.এস.আর ব্রিক্সের মালিক আমিনুল ইসলাম বাবলু বলেন, উপজেলা প্রশাসনের নিদের্শনা মোতাবেক সড়ক পরিস্কার রাখতে কয়েকজন শ্রমিক নিয়োজিত করা হয়েছে। ভাটায় মাটি বহনের সময় সড়কের উপর কাদামাটি পড়লে তারা সাথে সাথে পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে থাকে।
বোয়ালমারী ইটভাটা মালিক সমিতির সভাপতি শ্যামল সাহা বলেন, ইট তৈরী করতে মাটির প্রয়োজন। স্থাপত্য শিল্পের অগ্রযাত্রায় ভাটা শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে সব শিল্পেরই একটা পার্শ্বপ্রতিক্রিয়া আছে। ইটভাটাও এর বাইরে নয়। ইটভাটার বিরুপ প্রভাবে মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে আমরা সর্বদা সতর্ক রয়েছি।মাটি বহনের সময় কিছু উচ্ছিষ্ট মাটি সড়কে পড়ে থাকে থাকতেই পারে। ইটভাটার আশপাশের সড়কের সেই মাটি অপসারণ ও সড়ক পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আমরা শ্রমিক নিয়োগ করে সব সময়ই সড়ক পরিস্কার করা হয়।এছাড়া উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক রতিনিয়ত প্রতিটি ইটভাটার সামনের সড়ক মনিটরিং করে সড়কে পড়ে থাকা মাটি অপসারণ করা হবে।আমাদের ইউ এন ও মহোদয়ও সব সময় আমাদের উপর নজর রাখেন। তার নির্দেশনাতেই এই সড়ক পরিচ্ছন্নতা করণ অভিযান চলছে। আগামী বর্ষা মৌসুম পর্যন্ত নিয়মিত এ কাজ চলবে।
বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইন বলেন, প্রশাসনের পক্ষ থেকে জরুরী ভাবে বোয়ালমারী ইটভাটা মালিকদের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় করা হয়। এসময় ভাটা মালিকদের কড়া নির্দেশনার মাধ্যমে নিজ নিজ ইটভাটার সামনের সড়কে পড়ে থাকা উচ্ছিষ্ট মাটি অপসারনের কথা বলা হয়। ইটভাটার মাটি রাস্তায় পড়ে জনদূর্ভোগের সৃষ্টি হয়। পথচারী,যানবাহন চলাচল ব্যাহত হয়। সেই ভোগান্তি বিবেচনায় সামনে বর্ষা মৌসুমের আগেই সড়ককে নিরাপত্তা রাখতে ভাটা মালিকদের এমন অভিযান অব্যাহত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha