আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৬:৩৩ পি.এম || প্রকাশকাল : মার্চ ৪, ২০২৩, ৮:৫৭ পি.এম
খোকসায় হঠাৎ করে ভ্যান অটো রিক্সার ভাড়া বৃদ্ধি করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি

কুষ্টিয়ার খোকসায় হঠাৎ করে ভ্যান অটো রিক্সার ভাড়া বৃদ্ধি করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ। জানা গেছে খোকসা শোমসপুর ও খোকসা বিলজানি বাজারসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা ভ্যান ও অন্যান্য যানবাহনের হঠাৎ করে পাঁচ টাকা করে বৃদ্ধি করে ১৫ টাকা করায় স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে শোমসপুর থেকে খোকসা বাজার পর্যন্ত এই ভাড়া বৃদ্ধি করার ফলে ভাড়া হবে ২০ টাকা যা সাধারণ মানুষের চলাফেরা খুব অসুবিধা হবে। এর আগে শোমসপুর - খোকসা ভাড়া ছিল ৭ টাকা হঠাৎ করে প্রশাসনের সঙ্গে কথা না বলে যা ১০ টাকা করা হয়েছিল।এভাবে খোকসা বিভিন্ন এলাকায় মনগড়া ভাড়া বৃদ্ধি করায় জনগনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে গতকাল খোকসা রেলগেট শোমসপুর বাজারে কলেজ শিক্ষার্থী শামীম আহমেদের সাথে কথা বলা হলে সে বলে প্রতিদিন আমরা শত শত ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণ খোকসা যাওয়া আসা করি এই ভাবে হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করাতে আমাদের খুব অসুবিধা হবে, শামিম বলেন ভাড়া য়াতে না বাড়ে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সাথে কথা বললে তিনি জানান প্রশাসনের সঙ্গে কোন আলাপ আলোচনা না করেই এ ভাবে মনগড়া ভাড়া বৃদ্ধি করা যুক্তিসঙ্গত নয়। তিনি বলেন আমি বিষয়টি শুনেছি এ বিষয়ে আমি আগামীকাল খতিয়ে দেখব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha