রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী গত কয়েকদিনে বদলি জনিত কারণে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়েছেন।
জানা যায়, মোহাম্মাদ আলী ২০২১ সালের ৩০ডিসেম্বর পাংশায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। গত ১৯ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়। তার বদলি জনিত কারণে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাকে বিদায়ী শুভেচ্ছা প্রদান করছেন।আবার অনেকেই তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করে বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন করছেন।
সূত্রমতে, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে গত শুক্রবার (৩ মার্চ) সকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু ও সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে ইউএনও মোহাম্মাদ আলীকে বিদায়ী শুভেচ্ছা জানান বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বর্ণালী দত্ত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর। উপস্থাপনা করেন শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিথিলা চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও মোহাম্মাদ আলীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে বিদায়ী ইউএনও মোহাম্মাদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়। পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম মাহমুদ, শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিল্পকলার বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুরে পাংশা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পাংশা উপজেলা পরিষদ।
পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী এবং অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পক্ষ থেকে পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল হক, উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের সার্টিফিকেট সহকারী হাবিব হোসেন হাফিজ, ইউপি সচিবদের মধ্যে কশবামাজাইল ইউপির সচিব জহুরুল ইসলাম, সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ বিদায়ী ইউএনও মোহাম্মাদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করেন।
মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর নেতৃত্বে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান মো. আবু হোসেন খান, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস ও কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ বিদায়ী ইউএনও মোহাম্মাদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করেন।
একই অনুষ্ঠানে ইউপি সচিবদের পক্ষ থেকে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মোহাম্মাদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
এছাড়া পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রনজু, প্রেসক্লাবের সভাপতি মো. মোক্তার হোসেন, সিনিয়র সহসভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সমন্বয়ে প্রতিনিধিদল বিদায়ী ইউএনও মোহাম্মাদ আলীকে ক্রেস্ট উপহার প্রদান করে।
একই দিন সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মোহাম্মাদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানায় স্থানীয় মুক্তিযোদ্ধারা। পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. চাঁদ আলী খানের নেতৃত্বে ইউপি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারগণ পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানায়।
আগের দিন বুধবার (১ মার্চ) সন্ধ্যারাতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অফিসার্স ক্লাব। ২৭ ফেব্রুয়ারী পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে পাংশার হাইস্কুলের শিক্ষকবৃন্দ। এছাড়াও একাধিক বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএনও মোহাম্মাদ আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।রবিবার (৫ মার্চ) পাংশায় নতুন ইউএনও যোগদান করবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha