আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ২:০৮ এ.এম || প্রকাশকাল : মার্চ ২, ২০২৩, ৪:২৭ পি.এম
প্লাস্টিক সচেতনতা দিতে ভারতের মহারাষ্ট্রের রোহান আগারওয়াল পায়ে হেঁটে মাগুরায়

রোহান আগারওয়াল ভারত মহারাষ্ট্রের নাগপুর স্থানের ২১ বছর বয়সী একজন ছাত্র। প্লাস্টিক এর বিপদজনক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেওয়ার উদ্দেশ্যে প্রায় ১৫০০ কিলোমিটার হেঁটে মাত্র ৯০ দিনে ভারতের ২৭ টি রাজ্য এবং বাংলাদেশের এখন পর্যন্ত ৪৩ টি জেলা ভ্রমণ করে রোহান মাগুরায় পৌঁছায় গত সোমবার ২৭ ফেব্রুয়ারী।
তার লক্ষ্য সাইবেরিয়ার ওমিয়াকন পর্যন্ত হেঁটে (তাপমাত্রা -৭২ ডিগ্রী) এশিয়ার ২০টি দেশ অতিক্রম করে স্থলপথে ভারত পৌঁছানো। জেলা প্রশাসন, মাগুরার আতিথেয়তা ও সব ধরনের লজিস্টিক সাপোর্টের মাধ্যমে তিনি মাগুরায় একটি স্কুল ও একটি এনজিও তে তার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এসময় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ রোহান আগারওয়ালকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ও আথিতেয়তা উপহার দেন। রোহান আগারওয়াল এর চিন্তা ও কাজ হলো, 'আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করি'।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha