আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১:০৩ এ.এম || প্রকাশকাল : মার্চ ১, ২০২৩, ৭:৪৬ পি.এম
খোকসা ইউপিতে গরীব অসহায় মহিলাদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ

কুষ্টিয়ার খোকসায় গরীব অসহায় মহিলাদের মাঝে ভিডব্লিউবি কাড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খোকসা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় চত্বরে সামনে এই কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম, রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ট্র্যাক অফিসার আমার বাড়ি আমার খামারের ব্যবস্থাপক সেলিম আহমেদ, মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাসান আলী মোল্লা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, ইউনিয়ন পরিষদের সচিবসহ ইউনিয়ন পরিষদের মেম্বার ও সুধীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠার পরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক বিষয়গুলি নিশ্চিত করার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন কিন্তু ঘাতকের বুলেট শহীদের হওয়ার পর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে জনগণের কল্যাণে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যাপারে কাজ করে যাচ্ছেন।
এই লক্ষ্যে গরীব অসহায় মহিলাদের জন্য মাসে ৩০ কেজি করে বিনামূল্যে চাউল,বিভিন্ন রকমের ভাতাসহ জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমান সরকারের এ সকল উন্নয়নমূলক ও কল্যাণকর কাজে সকলে সার্বিক সহযোগিতা কামনা করেন। খোকসা ইউনিয়নের ১০৫ জন গরীব অসহায় মহিলাদের মাঝে দুই বছর মেয়াদের বিনামূল্যে ৩০ কেজি চাউলের কার্ড বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha