ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়কর্মকর্তা ও সাধারণ জনগনের সাথেবিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তৌহিদ এলাহীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি), খান মো.নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়াম্যান একেএম জাহিদুল হাসান, পৌর মেয়র সাইফুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল ইসলাম, ওসি মো.ওয়াহিদুজ্জামান, ইউপি সদস্য ইমাম হাচান শিপন, মিজানুর রহমান, জাহাঙ্গির হোসেন, প্রেসক্লাব সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবির, ও সাংবাদিক মো.ইকবাল হোসেন প্রমুখ। এছাড়া উপজেলা সরকারী দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য সুধিসমাজের লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন।
উপজেলা হলরুমে মতবিনিময় শেষে আলফাডাঙ্গা আশ্রয় প্রকল্পের তৌরি করা ঘর পরিদর্শন করেন সেখানকার উপকারভোগীদের সাথে কথা বলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha