আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশকাল : মার্চ ১, ২০২৩, ৪:১০ এ.এম
নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন পুতিনের

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার রাশিয়ান দূতাবাস।
অভিনন্দন বার্তায় পুতিন বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অনুগ্রহ করে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমাদের দুই দেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আশা করছি, আপনার রাষ্ট্রপতির মেয়াদে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতার ক্ষেত্র আরও উন্নীত হবে। পাশাপাশি রাষ্ট্রপতির সাফল্য ও সু-স্বাস্থ্য কামনা করেন পুতিন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha