বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে আনন্দ র্যালী,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।নারী পুরুষ ঐক্য করি
স্মার্ট বাংলাদেশ চলো গড়ি এ শ্লোগান নিয়ে সোমবার বেলা ১১টায় জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে শহরের পুরাতন টার্মিনাল থেকে আনন্দ র্যালী বের হয়ে বঙ্গবন্ধু চত্ত্বর ঘুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে পুরাতন টার্মিনালস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার
মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরা।জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রমা রাণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তৃতা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রওশন আরা কবির লিলি, গুলশান আরা বুলু,যুগ্ন সম্পাদক নাসরিন সুলতানা রোজি, নড়াইল পৌরসভার কাউন্সিলর ইপিরাণী বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ নেতৃরৃন্দ ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha