আজকের তারিখ : জানুয়ারী ১৯, ২০২৫, ৯:৩৪ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৬, ২০২৩, ৬:২৯ পি.এম
ইবির আল ফিকহ্ বিভাগে পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচী
মাস্টার্স অফ ল'য়ের (এলএলএম) দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (এলএলএম) শিক্ষার্থীরা। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনে ওই বিভাগের সামনে তারা এ আন্দোলন করেন।
এদিকে, দুপুর দেড়টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও দুপুর ২টা ১০ মিনিটে স্থগিতের নোটিশ দেওয়া হয় বলে জানা যায়।
আন্দোলনকারীরা বলেন, আজকে আমাদের পরীক্ষা ছিল। কিন্তু আমরা পরীক্ষা দিতে এসে শুনি পরীক্ষা স্থগিত। আমরা ৩ বছর ধরে মাস্টার্স শেষ করতে পারিনি। এর আগেও পরীক্ষার রুটিন দিয়েও স্থগিত করা হয়। আমাদের পরীক্ষা না হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।
পরীক্ষা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব বলেন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে আমাদের বলা হয় প্রতি সেমিস্টার শেষে সাপ্লিমেন্টারী নিতে হবে। তাই আমরা সাপ্লিমেন্টারী পরীক্ষার রুটিন দিয়েছিলাম। পরে তারা বলেছে আগে দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে তারপর দুইটি সেমিস্টার মিলে সাপ্লিমেন্টারী পরীক্ষা হবে। তাই আমরা সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন দিয়েছি। কিন্তু গতকাল আবার আমাদের বলা হয়েছে যে সাপ্লিমেন্টারী পরীক্ষা আগে হবে। তাই আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরে, আগামীকাল (সোমবার) পরীক্ষা কমিটি আলোচনায় বসে দ্রুত পরীক্ষা নেওয়া হবে এমন আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করে।
এবিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক একে আজাদ লাভলু বলেন, বিভাগের সভাপতি জানিয়েছেন মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরীক্ষার তারিখ নির্ধারণ ও স্থগিত করার এখতিয়ার সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষা কমিটি ও বিভাগীয় সভাপতি নিয়ে থাকেন। তবে আমরা আনুষঙ্গিক বিষয়াদি যেমন খাতা-পত্র সরবরাহ, রেজাল্ট প্রস্তুতকরণ, অনুমোদন ও সংরক্ষণ করে থাকি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha