অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গত বৃহস্পতিবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে পাস হয়। এতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডাসহ ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি, ইরিত্রিয়া ও নিকারাগুয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ ৩২টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে।
ভোটদানে বিরত থাকায় ঢাকায় রাশিয়ার দূতাবাস এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। পশ্চিমা নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তৃতিরোধে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া।
যুদ্ধের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমা দেশগুলোর সমর্থনে জার্মানি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে ভোটাভুটির আয়োজন করে। প্রস্তাবে যুদ্ধ বন্ধ ও অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়াকে অবিলম্বে, সম্পূর্ণ ও নিঃশর্তভাবে নিজেদের সব সেনা সরিয়ে নিতে হবে। জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের আইনগত বাধ্যবাধকতা না থাকলেও এর নৈতিক প্রভাব রয়েছে। রাশিয়া ভেটো দেয়ার অধিকারী হওয়ায় নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করা যায় না। নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব মানার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha