স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার ২৫ ফেব্রুয়ারী মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন মাগুরা সদর এর আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাগুরা সদর এর বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ, ঢাকা অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান। শুভেচ্ছায় ও সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জহরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাগুরা ডাঃ হাদিউজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রাণী দত্ত।
এছাড়াও মঞ্চে সম্মানিত অতিথির আসনে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা ডাঃ কানাইলাল স্বর্ণকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা টিপু সুলতান গাজী, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল হাসান সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
|
এছাড়াও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে খামারির মালিক, ভিশন ড্রাগস, একমি, নারিশ ভেটেরিনারি ঔষধ কোম্পানি বৃন্দগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডিসি আবু নাসের বেগ বলেন আমিষের পর্যাপ্ত চাহিদা পূরণের জন্য আমন্ত্রিত খামারিদের সঠিক ভাবে গবাদি পশু পালন, মৎস্য চাষ, ঘাস উৎপাদন ইত্যাদি কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডিসি আবু নাসের বেগ ১৬ জন খামারী সদস্য ও কোম্পানির প্রতিনিধিদের কাছে উপহার ও পুরস্কার স্বরূপ ৩০ হাজার টাকার চেক ও সার্টিফিকেট তুলে দেন
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha