ফরিদপুরের সদরপুর উপজেলায় এক পাগলি নবজাতক শিশুর জন্ম দিয়েছেন। কিন্তু উক্ত নবজাত সন্তানের বাবার পরিচয় পাওয়া যায়নি।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সাথে কথা হলে তিনি জানান, বর্তমানে নবজাতক শিশু ছেলেটি ও তার মা বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের বাবু সর্দারের মেয়ে লাবনীর হেফাজতে রয়েছে এবং বিষয়টি আমরা কোর্টের মাধ্যমে সুন্দর একাটি পরিবেশে দেওয়ার চেষ্টা করবো।
ঘটনাটি ঘটেছে গত সোমবার ভোর ৪টার সময় উপজেলার বাবুরচর বাজারের এক চায়ের দোকানের পাশে। পাগলিটি প্রসব ব্যাথায় ছটফট করছে দেখে বাজার পাহাড়াদার পাশে চায়ের দোকানে ঘুমিয়ে থাকা বাবু সর্দার ও তার স্ত্রী শাহিদা বেগমকে ডেকে বিষয়টি জানায়। পরে তাদের সাহায্যে পাগলিটি একটি পুত্র সন্তান জন্ম দেন।
এ রির্পোট লেখা পর্যন্ত পাগলিটির পরিচয় পাওয়া যায়নি, তবে বর্তমানে মা ও শিশু উভয়েই সুস্থ আছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫