আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৫:১৫ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৫, ২০২৩, ১:৫৫ পি.এম
খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ

কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রদর্শনীর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন ৭৮ কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাহিনা বেগম এর স্বাগত বক্তব্য ও সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদকের শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও উপজেলার প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনে মেলায় ৪০ টি স্টলে খামারীরা তাদের পোষা গরু , ছাগল, হাঁস মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন।
এছাড়াও পশু,পাখি,ঔষধপত্র সহ বিভিন্ন গো খাদ্য প্রদর্শীত করা হয়। মেলায় উপস্থিত প্রশাসন ও বিভিন্ন মহলের ধারণা প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে। শনিবার বিকেলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা শেষে খামারিদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হবে। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন ৭৮ কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha