আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১১:৫৪ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৪, ২০২৩, ১১:৪৩ এ.এম
নলছিটিতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঘুষিতে নাক ফাটলো ফার্মেসী মালিকের

ঝালকাঠির নলছিটিতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির ঘুষিতে ফার্মেসীওয়ালার নাক ফেটে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সুরভী মেডিকল হলের প্রোপাইটার মো.নিজাম উদ্দিন খানকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে মো. নিজাম উদ্দিন খান মুঠোফোনে জানান, এসএমসি ফার্মার নলছিটি উপজেলার বিক্রয় প্রতিনিধি মহিবুল্লাহ বেল্লাল ব্যবসায়িক কারনে আমার ৫০০/- টাকা পাবেন। বৃহস্পতিবার বিকেলে সে টাকা নিতে আমার ফার্মেসীতে আসেন। আমি তখন তাকে বলি গ্রামের ফার্মেসী, আগে বলে না আসলে টাকা দেওয়া যায় না। কারন ক্যাশে টাকা থাকে না।
আমি এই কথা বলে তাকে টাকা দেওয়ার জন্য আলমিরা খুলতে যাওয়ার আগেই সে আমার নাকে সজোরে ঘুষি মারলে স্থানীয়রা ছুটে আসে। এরপর আমার আর কিছু মনে নেই। আমি এ ব্যাপারে নলছিটি থানায় মৌখিক অভিযোগ করেছি এবং লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিয়েছি।
এমএমসি ফার্মার নলছিটি উপজেলা প্রতিনিধি মহিবুল্লাহ বেল্লাল বলেন, তার কাছে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে সে প্রথম আমাকে আঘাত করে এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে তার নাকে আঘাত লাগে, এখানে আমার কোন দোষ নেই। আমারও হাতের তালুতে জখম হয়েছে। তিনি আইনের আশ্রয় নিলে আমিও আইনের আশ্রয় নিতে পারি।
নলছিটিতে এর আগেও বেশ কয়েকবার ওষুধ ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধির সাথে মারামারি ঘটনা ঘটেছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু.আতাউর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha