চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় পটিয়া বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সেনা বাহিনীর অবসার প্রাপ্ত মেজর জেনারেল আলাউদ্দীন এম এ ওয়াদুদ বীর প্রতীক।
আওয়ামী লীগের ত্যাগী দক্ষ বর্ষীয়ান এ নেতাকে সভাপতি করার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী এর আগে জেলা আওয়ামী লীগের গত কমিটির সহ-সভাপতি ছিলেন, এছাড়াও গত সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। ওই সম্মেলনে দ্বিতীয়বারের মতো মোছলেম উদ্দিন আহমেদ সভাপতি ও মফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু গত ৫ ফেব্রুয়ারি মোছলেম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পদটি শূণ্য হয়। তারপর থেকেই কে হচ্ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, তা নিয়ে আলোচনা চলছিল সর্বত্র। নতুন কোন জটিলতার সৃষ্টি না হলে মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।