আজকের তারিখ : এপ্রিল ১৮, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৯, ২০২১, ১০:২৫ পি.এম
এক্সিম ব্যাংক ৩১ তম জাতীয় মহিলা হ্যান্ডবলে আনসার চ্যাম্পিয়ন

এক্সিম ব্যাংক ৩১ তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় টানা চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ন হলো আনসার দল।
শুক্রবার(১৯ ফেব্রুয়ারী) বিকালে নড়াইল বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে তারা ২৬-১২ গোলে হারায় নওগা জেলা দলকে। খেলার শুরুতে নওগা জেলা কিছুটা প্রতিরোধ গড়লেও পরে গোল ব্যবধান বাড়তে থাকে। অনেকগুলো পেনাল্টি মিস করা নওগা জেলার মেয়েরা পিছিয়ে পড়ে।
এই নিয়ে টানা চারবার আনসারের মেয়েরা চ্যাম্পিয়ন হলো। ৩য় স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ পুলিশ জামালপুরকে হারিয়ে ৩য় স্থান অধিকার করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আনসারের আলপনা এবং সেরা গোলরক্ষক নওগা দলের পিংকি। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু,জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার চেয়ারম্যান নূরুল ইসলাম, নড়াইলের অতিঃ পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবান চন্দ্র বোস, এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান সঞ্জিব চ্যাটাজি, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহম্মেদ, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রাবেয়া ইউসুফ প্রমুখ।
১৬ ফেব্রুয়ারী স্বাগতিক নড়াইল জেলা সহ ১২ টি দলের অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha