কুষ্টিয়ার ভেড়ামারায় সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার ৩০ বর্ষ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ (২৩ফেব্রুয়ারী)বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামের হল রুমে বিশাল কেক কাটা শেষে, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম। আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, গীতিকার, সুরোকার, লেখক ও শিল্পী, সাপ্তাহিক জংশন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস.এম রাজা, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি হেলাল মজুমদার, যুগ্ন সধারন সম্পাদক আজিজুল হাকিম, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, কোষাধ্যক্ষ সাংবাদিক ইয়ামিন হোসেন, সাংবাদিক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার, সাংবাদিক মঞ্জুরুল রাসেল ডলার, মেহেদী হাসান জ্যাকি, সাংবাদিক তূর্য হোসেন, সাংবাদিক শাকিল, সাংবাদিক মহন, সাংবাদিক রোহান, সাংবাদিক নাজমুল, সাংবাদিক লিটন, সাংবাদিক হেলাল, সাংবাদিক রাজু, সাংবাদিক কামরুল, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সাফল্য কামনা করেন।
|
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।