আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:২০ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৩, ২০২৩, ১:২৩ পি.এম
চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

পাবনার চাটমোহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৩ ফ্রেরুয়ারী সকাল থেকে সন্ধ্যা পযন্ত বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন সকালে শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছ.মমতাজ মহল।
ওই প্রতিষ্ঠানের সভাপতি মির্জা রেজাউল করিম দুলালের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জু, জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মগরেব আলী, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা,প্রধান শিক্ষক ইসাহাক আলী প্রমূখ।
এসময় হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন, পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিঞা, চাটমোহর প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ জিয়ারুল হক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও ওই প্রতিষ্ঠানরে শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha