আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২০, ২০২১, ৭:২১ পি.এম
খোকসা প্রেসক্লাবের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাব এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে খোকসা প্রেসক্লাব এর হলরুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, খোকসা ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন। খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজে খোকসা প্রতিনিধি শেখ সাইদুল ইসলাম প্রবীন এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুদ, সহ-সভাপতি রঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার মন্ডল, খোকসা প্রেসক্লাবের সদস্য ও দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুন্সি, খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য রুপম সাহ রতন, টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনি, দৈনিক কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, সময়ের দিগন্ত পত্রিকার প্রতিনিধি মিলন খান।
আলোচনা সভা শেষে দেশে বর্তমান করোনা পরিস্থিতি দেশের শান্তি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি ওবায়দুর আকাশ , সাংবাদিক বাদশা খান, সাংবাদিক মনোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha