আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪৩ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২৩, ২০২৩, ৭:২৬ এ.এম
চাটমোহরে সরিষা কর্তন বাম্পার ফলনে খুশি চাষীরা

চাটমোহর উপজেলার বিভিন্ন অঞ্চলে পাকা সরিষা কর্তন শুরু করেছে চাষিরা।এ রবি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় ও পোকা-মাকড়ের আক্রমণ না হওয়ায় উপজেলায় সরিষার ভালো ফলন হয়েছে। আশানুরুপ ভালো ফলন ও বাজারে সরিষার দাম ভালো থাকায় খুশিতে সরিষা চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে মোট ৬হাজার ৭শ’৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা লক্ষমাত্রা ছিলো ৩ হাজার ৩শ’ ৬০ হেক্টর। সরিষার ফলন বাড়াতে কৃষকদের মাঝে মৌসুমের শুরুতে বিএডিসি কর্তৃক উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ সরবরাহ করা হয়েছে। তিনি আরও জানান বিনামূল্যে কৃষকদের সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। উন্নত ফলনশীল জাতের বারী-৯,১১,১৪,১৫,১৭,১৮, বিনা- ৪, টরি-৭ জাতের সরিষার চাষ সহ স্থানীয় জাতের সরিষার চাষ হয়েছে।
উপজেলার ডেফলচড়া গ্রামের সরিষা চাষী আলহাজ উদ্দিন জানান, তিনি ৯ বিঘা জমিতে সরিষার চাষ করেছেন। ইতিমধ্যে ৪ বিঘা সরিষা কেটেছেন বাকী সরিষা দু’চারদিনের মধ্যে কাটা শুরু করবেন। এ বছর সরিষার ফলন ভালো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার এ.এ.মাসুম বিল্লাহ জানান, উপজেলায় সরিষা চাষ সফল করতে কৃষক পর্যায়ে সরিষা সংরক্ষণের জন্য যথাপোযুক্ত পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও সরিষার ফুল ও পাতা জমির উর্বরতা শক্তি বাড়ায় বলে তিনি জানান।
সরিষা কর্তনে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন সহ ভালো দাম পেয়ে খুশি চাষীরা। সরিষা চাষ বেশ লাভজনক। চলতি মৌসুমে লক্ষমাত্রার চেয়ে প্রায় ৪শ’ হেক্টর সরিষা চাষ বেশি হয়েছে। ইতিমধ্যেই উপজেলায় প্রায় ১ হাজার হেক্টর সরিষা কর্তন করা হয়েছে। বর্তমানে সরিষা ২ হাজার ৪শ থেকে ২ হাজার ৮শ’ টাকা মন বিক্রি হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha