আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ১২:১৯ পি.এম
নগরকান্দায় যাত্রীবাহী ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা নিহত ১ আহত ২

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যান যাত্রী ঘটনা স্থলেই নিহত হয়েছেন। এ সময় আরো দুই যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর - বরিশাল মহাসড়কের শংকর পাশা নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীঙাল গ্রামের জলিল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর(৫৫)। এ সময় অপর ভ্যান যাত্রী একই এলাকার পান্নু মিয়া ও গনি মাতুব্বর আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে থর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিল্লালসহ তিন ব্যক্তি ভ্যান যোগে শংকরপাশা বাজারে যাচ্ছিলেন। এসময় বরিশাল গামী একটি কভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় বিল্লাল মাতুব্বর কভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যায়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। উত্তেজিত জনতা গাড়ীর চালক ও হেলপারকে মারপিট করায় তারা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনা বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha