আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ১০:২৯ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ৯:২৪ এ.এম
আজ তিন লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল

চাঁদপুরে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। এবার জেলায় ৩ লাখ ২০ হাজার শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
এই উপলক্ষে রবিবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে এই নিয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. সাহাদাৎ হোসেন। এসময় তিনি জানান, এক বছর থেকে ৫৯ মাস পর্যন্ত ২ লাখ ৮৩ হাজার ১০৩ এবং ৬ থেকে ১১ মাস পর্যন্ত আরো ৩৫ হাজার ৯৯৮ শিশুকে এই ক্যাপসুলের আওতায় আনা হয়েছে। এই জন্য জেলায় ২ হাজার ২৩৫টি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের মাঝে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসানউল্লাহ, সাংবাদিক কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটোয়ারী, ফারুক আহম্মদ, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, বিএম হান্নান, সোহেল রুশদী, রহিম বাদশা, শাহাদাত হোসেন শান্ত, রিয়াদ ফেরদৌসসহ আরো বেশ কয়েকজন সাংবাদিক ।
এর আগে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর গুণাগুণ এবং এর ঘাটতির কারণে কী ধরনের ক্ষতি হয়। তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত ডা. শাখাওয়াত হোসেন।
এদিকে আজ সকালে জেলা প্রশাসক কামরুল হাসান শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এসময় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অন্যদিকে, আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ঘোষণা থাকলেও তা এগিয়ে ২০ ফেব্রুয়ারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha