ফরিদপুরের সালথায় ও সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে উক্ত কমপ্লেক্সে এর শুভ উদ্বোধন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু।
জানা গেছে, এ উপজেলায় দিনব্যাপী ১৯৩টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের ৩হাজার ৮শত ৫৪জনকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২৭হাজার ১শত ৫৮জনকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সার্বিকভাবে শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। আমাদের দেশে সরকারিভাবে শিশুদের প্রতি বছর দুবার এ ক্যাপসুল খাওয়ানো হয়। এ পদক্ষেপের কারণে দেশে শিশুস্বাস্থ্যের উন্নতির সঙ্গে রাতকানা রোগের প্রকোপ অনেক কমে গেছে। এ হিসাবে এ কার্যক্রমকে সরকারের অন্যতম সফল উদ্যোগ হিসেবে ধরা যেতে পারে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, গট্টি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লাভলু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবুল হাসান, নার্সিং সপারভাইজার সহ অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।