আনন্দঘন পরিবেশে বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতির বার্ষিক বনভোজন ও মিলন মেলা শনিবার (১৮ ফেব্রুয়ারী) ঢাকার কেরানীগঞ্জের গার্ডেন পার্কে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মুহাম্মদ সাইফুর রহমান জামালী।
অন্যান্যের মধ্যে আইবাস কর্মকর্তা মোঃ মজিবর রহমান, এনায়েত হোসেন, আজিজুর রহমানসহ দপ্তরের অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঝুড়িতে বল ফেলা, তীর নিক্ষেপ, খালি পোস্টে গোল দেওয়া, পিলো পাসিং, র্যাফেল ড্রসহ নানা খেলাধুলা, কবিতা আবৃত্তি, চুটকি-গল্পবলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের এবং অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বয়স ভেদে দিনব্যাপী নানা কর্মসূচিতে প্রাণবন্ত হয়ে ওঠে বার্ষিক বনভোজন ও মিলন মেলা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha