আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ২:৪৭ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২১, ২০২১, ১১:১৬ পি.এম
লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করলো নড়াইলবাসী
“অন্ধকার মুক্ত কুরুক একুশের আলো” এই শ্লোগান নিয়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে অনুষ্ঠিত হলো লাখো মোমবাতি প্রজ্জ্বলন।
১৯৯৯ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনের আয়োজক একুশ উদযাপন পর্ষদ। বিশাল এলাকা জুড়ে নানা আল্পনায় সারি সারি মোমবাতি সাজানো। কোথাও শহীদ মিনার,কোথাও জাতীয় স্মৃতিসৌধ আবার কোথাও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নানা অবকাঠামোর আদলে তৈরি। ২১ ফেব্রুয়ারি রোববার সূর্য ডোবার সাথে সাথে জ্বলে ওঠে এক লাখ মোমবাতি। মোমের আলোয় লাখো মানুষ স্মরণ করে ভাষাশহীদদের।
প্রতিবছর একুশে ফেব্রুয়ারীতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা ও খুশী-ভক্সপপ সন্ধ্যা সাড়ে ছয়টায় কলেজ মাঠে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান,জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান,অধ্যক্ষ অধ্যাপক মো.রবিউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মো.সোহরাব হোসেন বিশ্বাস,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম (বার),জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস,পৌর মেয়র আনজুমান আরা,একুশ উদযাপন পর্ষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট নাট্যকার কচি খন্দকার।
ভক্সপপ - কচি খন্দকার মোমবাতি প্রজ্জলনের সঙ্গে সঙ্গে মাঠের এক কোণায় স্থাপিত মঞ্চে অমর একুশের গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান চলে মোমবাতি জ্বলার সময়কাল পর্যন্ত।
মুজিব বর্ষে এবারের অনুষ্ঠান উৎসর্গ করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষাশহীদদের নামে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha