আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ৭:৫১ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৮, ২০২৩, ৬:৪৭ এ.এম
ভারত ঘুরে রাশিয়ার মালপত্র মোংলায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে পাঠানো সরঞ্জাম ভারত ঘুরে বাংলাদেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় থাকা ৬৯টি রুশ জাহাজকে বাংলাদেশ তার বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তের পর ভারতের হলদিয়া বন্দরে খালাসের পর অন্য জাহাজে করে তা বাগেরহাটের মোংলা বন্দরে আনা হয়। তবে রাশিয়া থেকে কোন জাহাজে করে মালপত্র ভারতের হলদিয়া বন্দরে পৌঁছেছিল তা জানা যায়নি।
এর আগে গত ডিসেম্বরে ‘উরসা মেজর’ নামের একটি জাহাজ বাংলাদেশে ভেড়ার প্রাক্কালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছিল, সেটি আসলে তাদের নিষেধাজ্ঞায় থাকা জাহাজ ‘স্পার্টা-৩’। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপড়েন এড়াতে জাহাজটিকে বাংলাদেশ ভিড়তে দেয়নি। একই সঙ্গে নিষেধাজ্ঞায় থাকা সব জাহাজের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। উরসা মেজর পরে ভারতের হলদিয়া বন্দরে রূপপুরের মালপত্র খালাস করতে না পেরে চীনের একটি বন্দরের উদ্দেশে যাত্রা করে। এরপর জাহাজটির অবস্থান আর জানা যায়নি।
কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছিল, বিকল্প ব্যবস্থায় রূপপুরের সরঞ্জাম পাঠানো হতে পারে। এরই মধ্যে ভারতের হলদিয়া বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র নিয়ে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি সেঁজুতি গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে। জাহাজটিতে এক হাজার ৪৮ মেট্রিক টন ‘স্ট্রাকচার’ ও মেশিনারি পণ্য রয়েছে। রাতেই জাহাজটি থেকে পণ্য খালাস শুরু হয়। খালাসের পর মালপত্র সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হচ্ছে।
মোংলা বন্দরের স্থানীয় শিপিং এজেন্ট আল-সাফা শিপিং লাইনসের পরিচালক এইচ এম দুলাল সাংবাদিকদের জানান, রাশিয়া থেকে সরাসরি নয়, ট্রানজিটের মাধ্যমে এমভি সেঁজুতি রূপপুরের মালপত্র নিয়ে এসেছে ভারতের হলদিয়া বন্দর থেকে। এর আগে রূপপুরের সব পণ্যই রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসে। গত ২২ জানুয়ারি এমভি কামিল্লা, ২৯ জানুয়ারি এমভি আনকাসান ও সাপোডিলা রাশিয়া থেকে রূপপুরের মালপত্র নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছিল।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha