আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ৫:৫১ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৭, ২০২৩, ৬:০৫ পি.এম
মাগুরায় বিহারীলাল শিকদার ফাউন্ডেশন ওপেন ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন
মাগুরা শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের সিংড়ায় বিহারীলাল শিকদার ফাউন্ডেশন ওপেন ৮ দলীয় দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতা ২০২৩ শুভ উদ্বোধন করা হয়। বুধবার ১৫ ফেব্রুয়ারী রাত ৮ টার সময় সিংড়া ক্লাব প্রাঙ্গণ মন্দিরের সামনে শুভ উদ্বোধন ঘোষণা করেন শালিখা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন। ব্যাডমিন্টন খেলায় সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার।
প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন।বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদ মেম্বার সদস্য ও শালিখা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মুন্সি, ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন চৌগাছা সাব রেজিস্ট্রার মোস্তাক হোসেন, চৌগাছা পৌর কলেজ অধ্যক্ষ মনজুরুল আলম, চৌগাছা পিআইও ইসতিহাক আহমেদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী চৌগাছা য়িয়াসাত ইমতিয়াজ, শালিখা উপজেলা হাসপাতালের আরএমও ডাঃ মোঃ আব্বাস উদ্দিন আহমেদ, শালিখা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক আল ইমাম রাব্বী, সিংড়া ক্যাম্প ইনচার্জ এস আই আব্দুল খালেক, আড়পাড়া ডিগ্রি কলেজ হিসাব রক্ষক মশিয়ার রহমান, সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস, সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র বিশ্বাস, শালিখা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, খোকন কবিরাজ আড়পাড়া ইউনিয়ন, তালখড়ি ইউনিয়ন মেম্বার আব্দুল কাদির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
সার্বিক পরিচালনা করেন শালিখা উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখর সরকার। ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন ও সহোযোগিতায় সিংড়া ক্লাবের সকল সদস্যবৃন্দ। খেলায় বিজয়ীদের ২০ হাজার টাকা রানাস আপ জয়ী দলকে ১৫ হাজার টাকা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha