আজকের তারিখ : এপ্রিল ১১, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ২০, ২০২১, ২:০১ পি.এম
পাবনায় র্যাবের অভিযানে বিপুল পরিমানের গাঁজাসহ আটক-২ ট্রাক জব্দ

ট্রাকে করে গাঁজা পাচার করার সময় র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমানের গাঁজাসহ দুইজনকে আটক করেছে।
আটককৃত আবু তালেব (৪৫) লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ধৌলাই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আর ট্রাক চালক তোজাম্মেল হক (৩৫) লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি গ্রামের হোসেন আলীর ছেলে।
র্যাব পাবনা ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে র্যাবের একটি দল পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার জালালপুর বাজার এলাকায় চেকপোষ্ট স্থাপন করে।
এসময় ঢাকা মেট্রো-ট ২২-৩৩৫২ নম্বরের একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে ও ট্রাকটি জব্দ করে তোজাম্মেল হক ও আবু তালেব কে আটক করে।
ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha