আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৫:০৯ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ১:৫২ পি.এম
ফরিদপুর শহরের কমলাপুর থেকে তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ

ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।আজ বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিনজন হলেন ফরিদপুরের কমলাপুর মাটিয়া গোরস্থান এলাকার রুস্তুম শেখের ছেলে মো. টিটন শেখ (৩৯), পাশের হাবেলী গোপালপুর এলাকার সোনা উল্লাহ মণ্ডলের ছেলে গোলাম মওলা মণ্ডল (৪২) ও জেলা সদরের সিঅ্যান্ডবি ঘাট এলাকার জাকির ফকিরের ছেলে সুমন ফকির (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় মাদকের কারবার করে আসছিলেন।
এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মামুনুর রশীদ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha