ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ টিকা নিতে হাসপাতালে ব্যাপক ভিড় দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্্য কমপ্লেক্স টিকা নিতে আসা লোকজনের এই ভিড় দেখা যায়।
সারা দেশের ন্যায় ৭ ফেব্রুয়ারি রোববার আলফাডাঙ্গা উপজেলায় একযোগে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী নিজে টিকা নিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃনাজমুল হাসান জানান, আলফাডাঙ্গা উপজেলাতে ৩৪০০ ডোজ টিকা এসেছে সেটা দিয়ে প্রথম পর্যায়ের প্রায় এক হাজার ৫০০ জনের শরীরে ইতোমধ্যেটিকা দেওয়া হয়েছে, সেটা চলমান থাকবে এখন মানুষের ভিতর টিকা নেওয়ার আগ্রহ লক্ষ করা যাচ্ছে। আশা করছি দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন খুব শিগ্রই চলে আসবে।
টিকা নিতে আসা আলফাডাঙ্গার ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশন (ফারিয়া) সহসভাপতি ও সাবেক সাধরণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব ও সাধারণ সম্পাদক শেখ লুৎফল রহমান টুটুল মোল্লা টিকা নিয়ে জানান, খুব সহজে টিকা নিয়েছি কোন সমস্যা হয়নাই।
এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসান ও আলফাডাঙ্গা ফরিয়ার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি মো.ইকবাল হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha