আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৪, ২০২৩, ১১:২৯ এ.এম
বিকাশ শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানে মুগ্ধ হাজার দর্শক

জসিম পল্লী মেলা শেষ হয়েছে গত সোমবার রাতে।আর অন্যান্য বারের মতো মঞ্চে শেষ অনুষ্ঠানটি করে ফরিদপুরের অন্যতম সংস্কৃতি দল বিকাশ শিল্প গোষ্ঠী।
যদিও গত বছর বিকাশ শিল্প গোষ্ঠীর কর্ণধার সিরাজুল আলম মারা গেছেন। তারপরও তার প্রতিষ্ঠিত বিকাশ শিল্প গোষ্ঠীকে টিকিয়ে রেখেছেন তার সদস্যরা। একের পর এক সঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করেছেন দর্শকদের।
এদের মধ্যে দলের সাধারণ সম্পাদক ক্ষ্যাপা প্রিন্স জানান আলম ভাই যেভাবে বিকাশ শিল্প গোষ্ঠীকে তৈরি করেছিল এবং শহরের প্রতিষ্ঠা অর্জন করিয়েছিল আমরা তা ধরে রাখার চেষ্টা করছি। তার পরিচালনায় বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করে এবং নৃত্য পরিবেশন করে সংগঠনটি। পল্লীগীতি, আধুনিক সিনেমার গানসহ বিভিন্ন ধরনের গান পরিবেশন করে তারা। এতে অংশ নেন বিকাশ শিল্প গোষ্ঠী নিয়মিত শিল্পী অখিল, টুম্পা ছোঁয়া, মৌ, শহিদুল বাউল, শিমুল, আঁচল আখি, সহ বেশ কয়েকজন শিল্পী।
আপনার ঘন্টা খানেক ব্যপি অনুষ্ঠানে তাদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।আর বরাবরের মত তাদের এই পরিবেশনা মঞ্চের শেষ পরিবেশনা বলে মঞ্চে সংগীত ও নৃত্য পরিবেশন করতে বেশ কিছুটা সময় ও পায় সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha