আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১২:৩৫ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ৮:১১ পি.এম
মানবিক গুণাবলী নিয়ে মানুষের মত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবেঃ -ডিসি মোঃ সাইদুল ইসলাম

কুষ্টিয়ার খোকসায় জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও দর্শন করেন। সোমবার সকালে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম খোকসায় খোকসা জামিপুর পাইলট বালিকা বিদ্যালয় এসে পৌঁছালে বিদ্যালয় প্রধান শিক্ষক সালমা খাতুন তাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্লাস পরিদর্শনকালে জেলা প্রশাসক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করো, কারণ ভালো মানুষই পারে একটি ভালো জাতি গঠন করতে। তিনি আরো বলেন তোমাদেরকে মানবিক গুণাবলী নিয়ে নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে । তিনি আরো বলেন তোমারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হও যাতে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রণী ভূমিকা পালন করতে পারো।পরে তিনি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মুজিব কর্নার, লাইব্রেরী ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এরপরে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম জানিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ক খোঁজখবর নেন। এর পর তিনি খোকসা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয় চত্বরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন প্রধান শিক্ষক, জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এই সময় জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন শিক্ষা প্রতিষ্ঠান একটি পবিত্র জায়গা এখানে ছাত্রছাত্রীগণকে পাঠ্য পুস্তকের সাথে সাথে তাদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা ছাত্র-ছাত্রীদের কে পাঠ্য বইয়ের সাথে সাথে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন এবং তাদেরকে বিভিন্ন দিবস সম্পর্কে শিক্ষা দিবেন। পরে তিনি কেপিএস এনজিও পরিদর্শন করেন এনজিও কর্মকর্তাদের সাথে এনজিওর বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন, তিনি এনজিও কর্মকর্তাদের বলেন আপনারা আপনাদের বিভিন্ন কার্যক্রমের সাথে এলাকায় মাদক বিরোধী বিভিন্ন বিষয়ে সচেতন করার জন্য বেশি বেশি সভা সমাবেশ করার আহ্বান জানান।
পরে তিনি খোকসা উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা চেয়ারম্যান মোঃ বাবুল আখতার তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, খোকসা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধী ও সাংবাদিকগন।
এ সময় মত বিনিময় কালে তিনি বলেন বর্তমান সরকার ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছে তা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে মাদক মুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে হবে। কারণ আজকের সুস্থ শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। বর্তমান মাদক আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তিনি সমাজ থেকে মাদকমুক্ত করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে যারা সেবা নিতে আসে সে সব মানুষের আপনারা হয়রানি করবেন না, যথাযথভাবে সেবা প্রদান করবেন কারণ আপনারা রাষ্ট্রের কর্মচারী জনগণের টাকা আপনাদের বেতন হয়, তাই জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের যথাযথ ভাবে সেবা প্রদান করবেন। এরপরে তিনি উপজেলা স্থানীয় সাংবাদিকদেরকে বলেন আমি যেসব প্রতিষ্ঠান পরিদর্শন করেছি তা আমার ভালো লেগেছে। তিনি সরকারের উন্নয়নমূলক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha