আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ১২:৫৪ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১৩, ২০২৩, ৫:৩৯ পি.এম
রাজনগরে ৩ জন বিসিএস ক্যাডারকে সংবর্ধনা

মৌলভীবাজারের রাজনগরে ৪০ তম বিসিএস ক্যাডার সার্ভিস এর অন্তর্ভুক্ত হওয়ায় তিন জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ১৩ ফেব্রুয়ারী (সোমবার) চৌধুরী আছিয়া রহমান একাডেমির প্রাক্তন শিক্ষার্থী মুন্না রানী চন্দ্র, অনুপন দত্ত এবং পুলক কুমার দেব ৪০ তম বিসিএস ক্যাডার সার্ভিস এর অন্তর্ভুক্ত হওয়ায় চৌধুরী আছিয়া রহমান একাডেমি কোনাগাঁওয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
একাডেমি প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল। সভাপতিত্ব করেন চৌধুরী আছিয়া রহমান একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিছুর রহমান ও রাজনগর প্রেসক্লাবের সহ সভাপতি শংকর দুলাল দেব।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রধান শিক্ষক ব্রজ গোপাল দত্ত একাডেমির সহকারী শিক্ষিকা দিলারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত বিসিএস ক্যাডার মুন্না রানী চন্দ্রের পিতা বিরাজ চন্দ্র, অনুপন দত্তের পিতা অমরেন্দ্র দত্ত এবং পুলক কুমার দেবের পিতা কৃঞ্চ মদ দেব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha