বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। সেখানে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, সমাবেশে বক্তারা বলেন, সদস্য আনিসুল হক বাবু, কে এম মুছা, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সনজু, সাধারন সম্পাদক হিমেল রানা প্রমূখ।
বক্তারা বলেন, জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত নেবার চিন্তা করে সরকার মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। অবিলম্বে সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।