নড়াইল জেলা কৃষক সমিতির সম্মেলন প্রবীর বিশ্বাস নানুকে সভাপতি ও এসএম সুলতানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট চার বছর মেয়াদি জেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারী) নড়াইল জেলা পরিষদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করেন নেতৃবৃন্দ। পরে প্রবীর বিশ্বাস নানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি আতাউর রহমান কালু, সিপিবি নড়াইল জেলা শাখার সভাপতি বিএম বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্জন রায়, কৃষক নেতা সঞ্জিত রাজবংশী, এসএম সুলতান প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কৃষকদের কৃষকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের হয়রানী বন্ধের দাবি জানান।
|
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha