দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো বিয়েট পলিটেকনিক কলেজের নবীন শিক্ষার্থীদেরকে।শনিবার (১১ জানুয়ারি) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। বিয়েট পলিটেকনিক কলেজ, বোয়ালমারীর নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন এবং বোয়ালমারী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার অধ্যাপক মোঃ আব্দুর রশিদ (সদ্য সাবেক)।
স্বাগত বক্তব্য রাখানে অধ্যক্ষ মো: জাহিদুল হক জাহিদ, রায়হানুল ইসলাম, মাওলানা হুসাইন আহম্মেদ, ফরিদপুর পলিটেকনিকের শিক্ষক আশরাফ হোসেন, কাজী হারুন অর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিয়েট পলিটেকনিক কলেজের উপাধ্যক্ষ মুহম্মাদ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন বলেন বিয়েট পলিটেকনিক কলেজ একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। হাতে কলমে দক্ষ হয়ে এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে জনসম্পদকে দক্ষ করে তুলছে যাতে বিশ্ব ব্যাপি তোমরা দক্ষতার স্বাক্ষর রাখতে পার। তরুণ প্রজন্মের নের্তৃত্বে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha