বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পদযাত্রা কর্মসূচী পালন করেছে অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। নিত্য পন্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বেগম খাদেলা জিয়া ও সকল নেতাকর্মীদের মুক্তি দাবীতে শনিবার(১১ ফেব্রæয়ারী) সকাল সারে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনরে প্রধান সড়ক থেকে পদযাত্রাটি বের হয়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহজাহান শিকদার এর নেতৃত্বে ও ইউনিয়ন বিএনপি’র আয়োজনে পদযাত্রায় অংশ নেয় উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। পদযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ নুরুল হক মোল্লা,ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আমিনুল হক সিকদার,যুবদলের সাবেক আহবায়ক ফারুক হোসেন মৃধা,সাবেক সভাপতি আরমান আলী সিকদার,সোহান মৃধা,শ্রমিক দলের সভাপতি শেখ আসলাম,সদস্য মোঃ জামাল সিকদার,মোঃ শহীদ মোল্লা ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
|
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ শাহজাহান শিকদার বলেন ‘কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে আজ আমাদের শান্তিপূর্ন পদযাত্রয় ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। আগামীতে কেন্দ্র ঘোষিত যেকোন কর্মসূচী সফল করার লক্ষে চরভদ্রাসন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।