আজকের তারিখ : নভেম্বর ২৬, ২০২৪, ১০:৩০ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ১০, ২০২৩, ৪:২১ পি.এম
ফরিদপুরে সেলফি তুলতে গিয়ে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের
শিক্ষাসফরে গিয়ে সেলফি তোলার সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রাণ হারিয়েছে সৈকত হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার ভাঙ্গা উপজেলার একটি ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা যায় সে।
নিহত সৈকত সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের আখড়াখোলা গ্রামের গফফার মোড়লের ছেলে। সে বল্লীর মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জামিল জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা থেকে শিক্ষাসফরের জন্য ছয়টি গাড়িতে করে ২০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যান তারা। বঙ্গবন্ধুর মাজার দেখার পর ফেরার পথে ভাঙ্গা ব্রিজে যাত্রাবিরতি নেওয়া হয়।
এসময় সৈকত হোসেন সেলফি তোলার জন্য ব্রিজের রেলিংয়ে ওঠার চেষ্টা করলে পা ফসকে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ অবস্থায় সৈকতকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই ইনজামান শুভ জানান, সৈকত চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিত। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha