আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৬:২৯ পি.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৯, ২০২৩, ৭:২১ পি.এম
খোকসায় বিলজানী দাখিল মাদ্রাসায় মাধ্যমিক পর্যায়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় বিলজানী দাখিল মাদ্রাসায় উপজেলার মাধ্যমিক পর্যায় প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিলজানী দাখিল মাদ্রাসায় আয়োজনে মাদ্রাসায় হল রুমে উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের অংশ গ্রহণে মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেল ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, অত্র মাদ্রাসার সুপার আব্দুল আওয়াল । এছাড়া উপস্থিত ছিলেন খোকসা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, তাহলে বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব। তিনি এ ব্যাপারে সকল শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে শিক্ষা দিতে হবে।
সভায় সভাপতি রিপন বিশ্বাস শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন আপনারা আপনাদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাইভেট ও কোচিং বন্ধ করতে। এ বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ আগামী এক মাসের মধ্যে স্কুলের শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বন্ধের সিদ্ধান্তে একমত হন। সভায় অন্যান্য বক্তাগণ শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha